× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

পয়েন্ট খুইয়ে শিরোপা স্বপ্নে ধাক্কা রিয়ালের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, সোমবার

এল ক্ল্যাসিকো জয়ের পর চ্যাম্পিয়নস লীগের শেষ চারে উঠা। স্বপ্নের মতোই একটা সপ্তাহ কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। এরপর হঠাৎ ছন্দপতন। পয়েন্ট তালিকার তলানীর দল হেতাফের সঙ্গে গোলশূন্য ড্র। রোববার রাতে পয়েন্ট খুইয়ে লা লিগার শিরোপা স্বপ্নে ধাক্কা লাগল গ্যালাকটিকোদের।

তবে এই ড্র রিয়ালের কাছে জয়ের সমান। ইনজুরি ও করোনায় জেরবার স্কোয়াডের কারণে মূল খেলোয়াড়রা ছিলেন না। এল ক্ল্যাসিকোর ম্যাচ থেকে সাত পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ জিনেদিন জিদান। টনি ক্রুসকে পর্যাপ্ত বিশ্রাম দিতে মাঠে নামাননি জিদান।
করিম বেনজেমাকে এই ফরাসি কোচ মাঠে নামান ৬৫ মিনিটে।

ঘরের মাঠে অষ্টম মিনিটে প্রতি আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রিয়াল ফরোয়ার্ড মারিয়ানো ডিয়াজ। তবে অফসাইডের খাঁড়ায় পড়ে বাতিল হয় গোলটি। আগের পাঁচ ম্যাচে জয়শূন্য এবং গত ১২ রাউন্ডে মাত্র একটি জয় পাওয়া হেতাফে ভীতি ছড়ায় ২৩তম মিনিটে। তবে মাতার হেড পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল। পাঁচ মিনিট পর গোলরক্ষকের চ্যালেঞ্জ এড়িয়ে দিয়াজের নেওয়া হেড কর্নারের বিনিময়ে ফেরান হেতাফের মিডফিল্ডার ডেভিড টিমোর। দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে হেতাফে ফরোয়ার্ড এনেস উনালের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান থিবো কোর্তোয়া। ৭৮ মিনিটে আবারও রিয়ালের ত্রাতা কোর্তোয়া। নেমানিয়া মাকসিমোভিচের জোরালো শট চুস্টের পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাচ্ছিল। লাফিয়ে কর্নারের বিনিময়ে তা ফেরান এই বেলজিক গোলরক্ষক।
এই ড্র’তে ৩১ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এইবারকে ৫-০ গোলে উড়িয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। শিরোপা লড়াইয়ে খুব একটা পিছিয়ে নেই ৩১ ম্যাচ খেলা সেভিয়াও (৬৪ পয়েন্ট)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর