× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) এপ্রিল ১৯, ২০২১, সোমবার, ৮:২৫ অপরাহ্ন

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশটির সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বর্তমানে রাজধানী দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। একদল বিশেষজ্ঞ চিকিৎসক এই কংগ্রেস নেতার পর্যবেক্ষণ করছেন। সর্বশেষ খবর অনুযায়ী, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে।
গত রোববার মনমোহন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাবধান করে চিঠি দিয়েছিলেন। এতে তিনি প্রধানমন্ত্রী মোদিকে বলেন, কতো মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে তা নিয়ে সন্তুষ্ট না হয়ে কতো শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে তার দিকে তাকান। এছাড়া, পরিস্থিতি মোকাবেলায় তিনি কিছু পরামর্শও প্রদান করেন।
মনমোহন গত শনিবার কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
সে বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার ভারতে ২ লাখ ৭৪ হাজার জন করোনা শনাক্ত হয়েছে। ভারতে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ। এ নিয়ে টানা পাঁচদিন দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দু'লাখের গণ্ডি পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১,৬১৯ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর