× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলারজমিন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, বুধবার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। মঙ্গলবার পৌনে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক হেলপার চট্টগ্রামের মিরেরশ্বরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ (৩৫) ও লরিচালক রাসেল (৩৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় একটি ট্রাক (ফেনী-ট-১১-০০৪৬) দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী একটি লরিকে (ঢাকামেট্রো-ঢ-৬২-০০১৬) ধাক্কা দিলে পূর্ব দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া হয়েছে।
আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর