× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কোভিডে ভারতের বিশ্বরেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যায় হার মানলো আমেরিকা

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) এপ্রিল ২২, ২০২১, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

একদিনে কোভিড আক্রান্ত হওয়ার বিশ্বরেকর্ডটি এতদিন ছিল আমেরিকার হাতে। গত ৮ জানুয়ারি আমেরিকায় আক্রান্ত হয়েছিল ৩ লাখ ৭ হাজার ৫৫১ জন। আর বুধবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত। বুধবার ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন। মৃতের সংখ্যা ২ হাজার ১০২ জন। মাত্র ১৭ দিন সময় লাগল ভারতের এই রেকর্ড গড়তে। ৪ এপ্রিল ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ। ভারতে বুধবারের এই রেকর্ড দেখে বহু বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে সোমবার পর্যন্ত।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনকে শেষ অস্ত্র বলে ঘোষণা করেছেন, কিন্তু দেশের বহু শহরে লকডাউন অথবা করোনা কারফিউ চালু হয়ে গেছে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা এই অবস্থা আগামী তিন সপ্তাহ চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হচ্ছে বৃহস্পতিবার। সোমবার এবং আগামী বৃহস্পতিবার ২৯ এপ্রিল শেষ দফার ভোট। ২ মে ফলাফল। ফলাফল ঘোষিত হওয়ার পর কোভিডের আক্রমণ না কমলে লকডাউনের সম্ভাবনা এড়ানো কঠিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর