× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত ১৩০০ নারীকে খাদ্য ও ঈদসামগ্রী প্রদান

বাংলারজমিন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, শুক্রবার

দৌলতদিয়ার অসহায় ও সুবিধাবঞ্চিত ১৩০০ নারীর মাঝে ১২ আইটেমের সমন্বয়ে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এই পণ্য প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং চেয়ারম্যান ফারজানা পরিচালক উত্তরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফারজানা। বিতরণ করা এসব সামগ্রীর মধ্যে রয়েছে- ১ কেজি পোলাওয়ের চাল, সয়াবিন তেল ১ কেজি, ডাল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট, দুধ ১ প্যাকেট, বিস্কুট ১ প্যাকেট, খেজুর ৫০০ গ্রাম, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি, সাবান ১টি। এ ছাড়া রয়েছে ঈদসামগ্রী। বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার জলিল ফকিরসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ দমন) মো. সালাউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীরসহ অন্যান্য কর্মকর্তা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর