× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় সাড়ে ৩ মাসে ২ টন গাঁজা জব্দ, গ্রেপ্তার ১০১২

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৩ এপ্রিল ২০২১, শুক্রবার

কুমিল্লা জেলা পুলিশের অভিযানে গত সাড়ে ৩ মাসে ২ টন গাঁজা এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত ১০১২ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের গত ২রা জানুয়ারি থেকে ২১শে এপ্রিল পর্যন্ত ২ হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ৭ হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশি মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। মাদক নির্মূলে জিরো টলারেন্স দেখিয়ে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, মো. আফজাল হোসেন, নাজমুল হাসান রাফি, মো. সোহান সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর