× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আল্লাহ্‌ তার বরকতের দরজা খুলে দেন

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এমএ করিম ইবনে মছব্বির
২৬ এপ্রিল ২০২১, সোমবার

১৩ই রমজান। আল্লাহ্‌ সুবহানাহু ওয়াতা’য়ালা পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেন যে, যদি লোকালয়ের লোকেরা ঈমান গ্রহণ করে, আর তাক্‌ওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের সকল বরকতের দরজাসমূহ খুলে  দেবো (সূরায়ে আল-আরাফ)। আর সিয়াম সাধনার মাধ্যমে তাক্‌ওয়া এজন্য অর্জিত হয় যে, মানুষের যখন আত্মজ্ঞান তার দেহ এবং অন্যান্য শক্তিকে পরিপূর্ণ রূপে আয়ত্তাধীন করে নিতে পারে এবং মনের যাবতীয় কামনা, বাসনা ও আবেগ উচ্ছ্বাসকে নিজের সিদ্ধান্তের অনুসারী করে তুলতে পারে ঠিক তখনই হয় আত্মসংযম। ইসলামের দৃষ্টিতে সফল জীবনের জন্য অনুগত খুদি একান্ত অপরিহার্য। যে খুদি অবাধ্য তার অন্যতম উদহারণ হলো ফিরাউন, নমরুদ, হাম্মান ও কারুণ এবং আবু জেহেল। যারা পৃথিবীতে শুধু অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি করেছে। সুতরাং পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন ইসলাম ধর্ম এবং ইসলামের পাঁচটি স্তম্ভকে অনুসরণ ও অনুকরণ করা। মাহে রমজানের রোজার স্তম্ভটি মানুষের মধ্যে অনুগত খুদি তৈরি করে।
নফ্‌স ও দেহের যাবতীয় চাহিদা যাচাই বাছাই করে দেখলে জীবন ও দেহের দাবি খুবই জরুরি বলে মনে হয়। জীবন ও দেহের তিনটা এক. ক্ষুন্নি বৃত্তি জীবন রক্ষার জন্য অত্যাবশ্যক। দুই. যৌন আবেগ তথা মানবজাতির বংশ বিস্তার স্থিতির জন্য যাহা প্রয়োজন। তিন. বিশ্রাম গ্রহণের দাবি। মানুষের এ তিনটি দাবি যদি নিজ নিজ পরিসীমার মধ্যে থাকে তবে তা বিশ্ব প্রকৃতির অন্তর্নিহিত ভাবধারার অনুরূপ হবে এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে নফ্‌স ও দেহের কাছে এ জিনিস হচ্ছে- সবচেয়ে বড় ফাঁদ। নফ্‌স এবং দেহ উক্ত ফাঁদের কাছে জিম্মি হয়ে যায়। একটু ঢিলা একটু সুযোগ পেলেই এ তিনটি ফাঁদ মানুষের খুদিকে বন্দি করে নিজের গোলাম, নিজের দাসানুদাস বানিয়ে দেয়। ফলে প্রতিটি দাবি সমপ্রসারিত হয়ে অসংখ্য, অগণিত দাবির একটি দীর্ঘ ফিরিস্তি হয়ে যায়। একটি দুর্বল খুদি এসব দাবির নিকট পরাজিত হয়। তখন খাদ্যের দাবি তাকে পেটের দাস বানিয়ে দেয়। যৌনক্ষুধা অনেক নিম্নস্তরে নামিয়ে ফেলে। বিশ্রাম প্রিয়তা তার ইচ্ছা শক্তিকে বিলোপ করে দেয়। অতঃপর সে তার নফ্‌স ও দেহের শাসক বা পরিচালক বাদশাহ্‌ বনে যায়। সে তার দাসে পরিণত হয়। আর মাহে রমজানের রোজা নফসের এই কামনা-বাসনা এবং লালসাকে নিয়ন্ত্রণ করে ফেলে। নিয়মানুগ করে সাত শ’ বিশ ঘণ্টার এই বাধ্যতামূলক সুমহান প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে। সে যদি একমাত্র মহান আল্লাহ্‌র উপর বিশ্বাস স্থাপন করে, এ রোজা তাঁকে সম্বোধন করে বলে আল্লাহ্‌ পাক আজ সারাদিন পানাহার করতে নিষেধ করেছেন অনুগত খুদি তা মেনে নেয় অকাতরে। রোজা আহ্বান জানায়- আজ তোমার মালিক আল্লাহ্‌ তোমার যৌনক্ষুধা চাহিদার উপরে দিনের বেলা বিধিনিষেধ আরোপ করেছেন। অনুগত খুদি তা শিরনত করে মেনে নেয়। সারা দিন দুঃসহ ক্ষুধা-পিপাসার পর ইফতার করবে, তখন পরিশ্রান্ত হয়ে আরাম-আয়েশ করার পরিবর্তে কিয়ামুল লাইল অর্থাৎ নামাজ পড়ার জন্য তৈরি হও এবং অন্যান্য দিনের চেয়েও বেশি বেশি করে ইবাদত করো। বস্তুত এতেই তোমার রাব্বুল আলামীনের সন্তুষ্টি নিহিত আছে। এর ফলে খুদির মধ্যে একটি বিরাট শক্তি সঞ্চারিত হয়। এবং তা আল্লাহ্‌র মর্জি অনুযায়ী নিজের নফ্‌স এবং দেহের শাসন ক্ষমতা চালাতে সক্ষম হয়। মুমিন বান্দাহ্‌র আত্মজ্ঞান তাঁর ক্ষুধা-পিপাসা, যৌনবৃত্তি এবং বিশ্রাম অভিলাষ শুধু রোজার মাসেই সীমাবদ্ধ নয় বরং পরবর্তী এগারো মাস ধরেও মানুষের তিনটি সর্বপ্রধান এবং সবচেয়ে বেশি শক্তিশালী শানিত হাতিয়ারের মোকাবিলা করে একমাত্র মহান আল্লাহ্‌র বিধানের অধীনে তাঁর জীবনযাত্রার সকল রুটিনসমূহকে অনুগত করে দেয়। আর এজন্য তাক্‌ওয়া সৃষ্টিতে মাহে রমজানের রোজা অত্যন্ত নিয়ামকের অগ্রণী ভূমিকা পালন করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর