× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

দোহারে ১৩ দিন ধরে নিখোঁজ দুই যুবক

দেশ বিদেশ

দোহার (ঢাকা) প্রতিনিধি
৩ মে ২০২১, সোমবার

ঢাকার দোহার উপজেলার ঘাটা এলাকা থেকে সাইদুল মৃধা (২৬) ও সোহেল (২৬) নামে দুই যুবক নিখোঁজ রয়েছেন। ১৩ দিনেও তাদের সন্ধান মেলেনি। এ ব্যাপারে দোহার থানায় সাইদুলের মা রাজিয়া বেগম সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ সাইদুল দোহার ঘাটার এলাকার বাসিন্দা মৃত বাবুল মৃধা ও রাজিয়া বেগমের ছেলে এবং সোহেল স্থানীয় মৃত আলীর ছেলে। সাইদুল ও সোহেল ঘনিষ্ঠ বন্ধু।
নিখোঁজ সাইদুলের মা রাজিয়া বেগম জানান, গত ২০শে এপ্রিল বেলা ১১টার দিকে প্রতিবেশী সোহেল এসে সাইদুলকে জানায় কাজীরচর এলাকার সাজ্জাদ নামে এক ব্যক্তি তাদেরকে দেখা করতে বলেছেন। তখন সাইদুল ও সোহেল বাসা থেকে একসঙ্গে বের হয়ে যায়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সাইদুল ফোনে তার মাকে জানান সে মাওয়া আছে, কাল বাসায় আসবে। সকালে রাজিয়া বেগম ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ২৩শে এপ্রিল দোহার থানায় এ ব্যাপারে একটি জিডি দায়ের করা হয়। রাজিয়া বেগম আরো বলেন, ঘটনার পর থেকে সাইদুলের সঙ্গে সোহেলও নিখোঁজ রয়েছে। দ্রুত ছেলের সন্ধান চান তিনি।
এস আই আক্কাস জানান, থানায় জিডির পর পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের সর্বশেষ অবস্থান মুন্সীগঞ্জের মাওয়ায় পেয়েছি। তারপর তাদের মোবাইলে বন্ধ পাওয়ায় আর তাদের অবস্থান শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে তাদের সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় সাইদুলের মা থানায় জিডি করলেও সোহেলের পরিবার এখনো কিছু জানায়নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর