× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাব

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
৬ মে ২০২১, বৃহস্পতিবার

চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা। বুধবার 'উইঘুর দোপা দিবস’ উপলক্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে  ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়। একইসঙ্গে  উইঘুরদের প্রতি সংহতিও প্রকাশ করেন আলেম-ওলামারা। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জে কারখানার শ্রমিকরা টিশার্ট ও মাস্ক পরে বিক্ষোভ মিছিল করেন। দেশটিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তারা।

দোপা একটি ঐতিহ্যবাহী টুপি, যা উইঘুররা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য পালন এবং রক্ষার জন্য পরিধান করে। ৫ই মে  বিশ্বব্যাপী উইঘুর কমিউনিটি এই দিবস পালন করে থাকে। দিবসটি উপলক্ষে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশ (ঢাকা মহানগর) আলোচনাসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাসেম কাসেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা জাফরুল্লাহ খান।  আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুল আওয়াল, মাওলানা আব্দুর রউফ ইউসূফী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের মুসলিমরা উইঘুর মুসলিমদের পাশে আছে। আপনারা সবাই অবগত যে জিনজিয়াংয়ে উইঘুরদের বিরুদ্ধে চীন সরকারের পদক্ষেপ জাতিসংঘের গণহত্যা সম্মেলনের সব বিধান লঙ্ঘন করেছে। প্রায় ২০ লাখ উইঘুর এবং অন্য সংখ্যালঘুদের বন্দিশিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে তাদের প্রতিহিংসা, যৌন নির্যাতন এমনকি জোরপূর্বক নির্বীজনও করা হচ্ছে।’

তারা আরও বলেন, ‘শিবিরগুলোতে উইঘুর বন্দিরা মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত, অমানবিক আচরণ এবং ভোগান্তি ও শাস্তির মধ্যে কারাভোগ করেন। উইঘুরের জন্মের হার কমে যাওয়ার বিষয়টিও দেখা গেছে। চীন জীবাণুমুক্তকরণ, গর্ভপাত এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করছে। চায়নিজ কমিউনিস্ট পার্টি শুধু উইঘুরদেরই নয়, তিব্বতি, চীনা ডেমোক্র্যাটস এবং মঙ্গোলীয় লোকদেরও হুমকি দিয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের সব মুসলিম দেশকে জিনজিয়াং অঞ্চলে চীনের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি।’

আলেম-ওলামারা চীনা কমিউনিস্ট পার্টিকে উইঘুর গণহত্যা বন্ধ করার এবং বন্দিশিবির থেকে উইঘুরদের মুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া চট্টগ্রামে বাঁশখালীতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চীনা কর্তৃপক্ষের উদাসীনতার সমালোচনা করেন তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর