× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
৮ মে ২০২১, শনিবার

রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে. সংশ্লিষ্টরা জানান, শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানিয়ারচর জোনের আওতাধীন জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্প হতে ২ কিঃ মিঃ উত্তরে ১৮ মাইল সোনারাম কার্বারী পাড়া এলাকায় নানিয়ারচর জোন এর একটি চৌকশ সেনাদল স্পেশাল অপারেশন পরিচালনা করে. এতে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার জামিনে পলাতক আসামী মিন্টু চাকমাকে ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, দেশীয় বেশ কয়েকটি কোম্পানীর সিমকার্ড ও নোটবুকসহ আটক করা হয়। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র গ্রুপ হতে ছুটিতে নিজ পরিবারের সাথে সাক্ষাতের জন্য আসে । পরবর্তীতে নানিয়ারচর জোন কর্তৃক আটককৃত সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা (মামলা নং-০১ তারিখঃ ০৭ মে ২০২১) দায়ের করে রাঙ্গামাটি জেলহাজতে পাঠানো হয়। এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর