× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্যান্সারে সাবেক ফার্স্ট ডগ বো-র মৃত্যু /সে জোরে ঘেউ ঘেউ করতো, কামড় দিতো না: বারাক ওবামা

অনলাইন

তারিক চয়ন
(২ বছর আগে) মে ১০, ২০২১, সোমবার, ১০:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবার শনিবার ঘোষণা করেছে যে তাদের প্রিয় পারিবারিক কুকুর বো মারা গেছে।

ইন্সটাগ্রামে বো এর সাথে নিজের ছবি শেয়ার করে ওবামা লিখেছেনঃ

"আজ আমাদের পরিবার এক সত্যিকার বন্ধু এবং অনুগত সহচরকে হারিয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে, আমাদের জীবনে বো-র ছিল সার্বক্ষণিক ও মৃদু উপস্থিতি- আমাদের ভাল সময়, খারাপ সময়, সবসময় আমাদের দেখে সে খুশি হতো। সে হোয়াইট হাউসে থাকার সময় সব ধরনের গোলমাল সহ্য করেছিল, সে জোরে ঘেউ ঘেউ করতো কিন্তু কামড় দিতো না, গরমে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়তে পছন্দ করতো, বাচ্চাদের সাথে অসামান্য ছিল, ডিনার টেবিলের চারপাশে খাওয়ার অবশিষ্টাংশের জন্য বসে থাকতো এবং তার দুর্দান্ত চুল ছিল। আমরা যেমন চাইতাম সে ঠিক তেমনটাই ছিল এমনকি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। আমরা তাকে খুব মিস করবো।"

ক্যান্সারের সাথে লড়াই করে বো মারা গেছে নিশ্চিত করে ওবামাপত্নী, সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ইন্সটাগ্রামে লিখেছেনঃ

আজকের বিকেলটা আমাদের পরিবারের জন্য খুব খারাপ গেছে। আমরা আমাদের সেরা বন্ধু আমাদের কুকুর, বো-কে বিদায় জানিয়েছি।

এদিকে, বো এর মৃত্যু সংবাদ গুরুত্বসহকারে প্রচার করেছে যুক্তরাষ্ট্রের মূলধারার প্রায় সব গণমাধ্যম। সিএনএন, নিউইয়র্ক টাইমস এর পত্রিকায় প্রকাশিত হয়েছে বিশেষ প্রতিবেদন।

উল্লেখ্য, ওবামা পরিবার হোয়াইট হাউসে উঠার পরপরই তারা বো-কে নিয়েছিল।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর