× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্বশুরবাড়ি থেকে ইফতারি না পেয়ে...

বাংলারজমিন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
১১ মে ২০২১, মঙ্গলবার

সিলেটের ওসমানীনগরে শশুরবাড়ি থেকে ইফতার ও জামাকাপড় না পাওয়ায় রশি দিয়ে বেঁধে স্ত্রী ও বৃদ্ধ শ্বশুরকে নির্যাতন করার অভিযোগে শাশুড়ি মনোয়ারা বেগমকে  গত রোববার রাতে গেপ্তার করে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম উপজেলার উমরপুর ইউপির ভরাউট গ্রামের আমির আলীর স্ত্রী ও নির্যাতিতা মহিলার শাশুড়ি। গত রোববার সকাল ৯টার দিকে উমরপুর ইউপির ভরাউট গ্রামে শশুর বাড়ি থেকে ইফতার ও জামাকাপড় না পাওয়ায় রশি দিয়ে বেঁধে স্ত্রী ও বৃদ্ধ শ্বশুরকে নির্যাতন করা হয়। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ জায়েদা বেগম বাদী হয়ে স্বামী শশুর ও শাশুড়িকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওসমানীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শাশুড়ি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে। গৃহবধূ জায়েদার ভাই আব্দুল তাহিদ বলেন, আমার বোনকে তার স্বামী মামুনসহ তাদের পরিবারের লোকজন ইফতারির জন্য রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে। খবর শুনে আমার পিতা বোনের বাড়িতে গেলে আমার বাবাকেও তারা মারপিট করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি আমি।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ইফতারির জন্য গৃহবধূ নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, শনিবার উপজেলার উছমানপুর ইউপির তাহিরপুর গ্রামে আরশ আলীর বসতঘর থেকে শরিফা বেগম নামের এক অন্তসত্ত্বা গৃহবধূর লাশ খবর পেয়ে উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। নিহত গৃহবধূর পিত্রালয় থেকে রমজানের ইফতারি, জামাকাপড়সহ বিভিন্ন উপঢৌকন না দেয়ার কারণে  গৃহবধূ শরিফা বেগমের স্বামী শাশুড়িসহ পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করে শরিফাকে হত্যার অভিযোগ করেছেন নিহতের ভাইসহ তার পিতার বাড়ির লোকজন। এ ঘটনায় নিহত গৃহবধূ শরিফার বড় ভাই ইসলাম উদ্দিন বাদী হয়ে গত শনিবার রাত পৌনে ৯টার দিকে নিহতের স্বামী ও শাশুড়িকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ওসমানীনগর থানায় একটি দায়ের করেন। ওসমানীনগর থানা পুলিশ অভিযান পরিচলনা করে নিহতের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর