× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চলতি সপ্তাহেই সিনোফার্মের ভ্যাকসিন পাচ্ছেন ববি'র আবাসিক শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গন

ববি প্রতিনিধি
(২ বছর আগে) জুন ১৯, ২০২১, শনিবার, ৪:৪৫ অপরাহ্ন

চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

আজ শনিবার বেলা ১১ টায়  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২-১ দিনের মধ্যেই শের-ই-বাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠাবে। পাঠানো তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন,  বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভায় আমি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়ার কথা বলেছিলেন তার কার্যক্রম শুরু হলো।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম,  অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহীন এবং বরিশালের সরকারি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ প্রমুখ।

প্রসঙ্গত, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি  হল মিলিয়ে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৪শ'।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর