× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার , ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শাকিরি-জুবেরের রেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২১, মঙ্গলবার

ইউরোয় টিকে থাকতে হলে বড় জয়ের বিকল্প ছিল না সুইজারল্যান্ডের। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন সুইসদের সবচেয়ে বড় তারকা জারদান শাকিরি। লিভারপুল মিডফিল্ডার করলেন জোড়া গোল। তুরস্কের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা সুইসদের অন্য গোলটি হ্যারিস সেফারোভিচের। তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন মিডফিল্ডার স্টিভেন জুবের। এই জয়েও শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়নি সুইজারল্যান্ডের। সমান ৪ পয়েন্ট হলেও ওয়েলসের চেয়ে গোল পার্থক্যে পিছিয়ে অপেক্ষায় থাকছে সুইসরা। সুইজারল্যান্ডের আশা এখন ছয় গ্রুপের তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার।
জোড়া গোলে রেকর্ডবুকে উঠলেন জারদান শাকিরি। মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরোয়) সুইসদের সর্বোচ্চ গোলদাতা ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। বিশ্বকাপে করেছিলেন ৪ গোল। ইউরোপিয়ান আসরে তিন গোল। মোট ৭ গোল নিয়ে মেজর আসরে সুইসদের শীর্ষ গোলদাতা শাকিরি। সুইসদের আরেক নায়ক স্টিফেন জুবেরও নাম লিখিয়েছেন বিরল এক রেকর্ডে। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে এক ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক করলেন জুবের। প্রথমবার এমন কৃতিত্ব দেখিয়েছিলেন ডেনমার্কের মাইকেল লাউড্রপ, ১৯৮৪ ইউরোতে। মহাদেশীয় এই আসরে অ্যাসিস্টের দ্বিতীয় হ্যাটট্রিকের রেকর্ড পর্তুগিজ কিংবদন্তি রুই কস্তার। ২০০০ সালের ইউরোয় ইংল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব দেখান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। সুইজারল্যান্ডের আশা টিকে থাকলেও হতাশাজনক বিদায় ঘটেছে তুরস্কের। টানা দ্বিতীয়বার ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজলো তুর্কিদের। গত আসরে তিন ম্যাচে এক জয় পেয়েছিল তারা। এবার তিন ম্যাচের সবকটিতে হেরে শূন্যহাতে বিদায় নিলো ২০০৮’র সেমিফাইনালিস্টরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর