× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট দলের বড় তারকা হাসানুজ্জামান

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ জুন ২০২১, মঙ্গলবার

এই ম্যাচের দিকে হয়তো খুব নজর ছিল না ক্রিকেটপ্রেমীদের। ঢাকা প্রিমিয়ার লীগের রেলিগেশন লড়াইয়ে গতকাল মুখোমুখি হয় পয়েন্ট তালিকার তলানির দুই দল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স ক্রিকেট ক্লাব। এদিন হার দেখেছে পারটেক্স। তবে ম্যাচে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে সব আলো কাড়েন ‘ছোট দল’ পারটেক্সের বড় তারকা হাসানুজ্জামান। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে আগে ব্যাটিংয়ে ওল্ড ডিওএইচএসের ইনিংস শেষ হয় ১৯৯/২-এ। এতে হার না মানা ৯২ রানের ইনিংস খেলেন রাকিন আহমেদ। ৫৮ বলের ইনিংসে রাকিন হাঁকান ১১টি চার ও তিনটি ছক্কা। অপর
অপরাজিত ব্যাটসম্যান মোহাইমুনাল খান করেন ৩৫ বলে কাঁটায় কাঁটায় ৫০ রান।
জবাবে বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্য দেখান হাসানুজ্জামান। ৫২ বলে ১০৫ রান করেন পারটেক্স ওপেনার। ১১ চারের সঙ্গে হাসানুজ্জামান হাঁকান সাতটি ছক্কা। তবে দলের বাবি ক্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭৬/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে পারটেক্স। আর ২৩ রানে জয় পায় ডিওএইচএস।
ওল্ড ডিওএইচএসের আনিসুল ইসলামের দেয়া অফ স্টাম্পের বাইরের ফুলটস কাভারে ঠেলে দিয়ে তিন অঙ্কের ম্যাজিক সংখ্যায় পৌঁছে যান হাসানুজ্জামান। এতে গর্বের এক রেকর্ডে দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে ছাড়িয়ে যান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হাসানুজ্জামান।
দ্রুততম সেঞ্চুরিয়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য পারভেজ হোসেন ইমন। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেন পারভেজ। তার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছিল তামিমের। ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ৬১ বলে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। সেখানে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। গতকাল ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে তালিকায় তামিমকে তিনে নামিয়ে আনলেন ৩০ বছর বয়সী হাসানুজ্জামান।
গতকাল সেঞ্চুরির পথে ৩৯ বলে ৮৯ রানে পৌঁছে গিয়েছিলেন হাসানুজ্জামান। সুযোগ ছিল পারভেজের রেকর্ড ভেঙে দেয়ার। কিন্তু পরের ১১ রান করতে তিনি খেলেন আরও ৯ বল।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম ও মিজানুর রহমানের। এবারের প্রিমিয়ার লীগের প্রথম সেঞ্চুরিটি এসেছে ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুরের ব্যাট থেকে।
এবারের ঢাকা লীগে ডিওএইচএসের ১৯৯ রান দলীয় সর্বোচ্চ সংগ্রহ। আগের দিন মোহামেডানের বিপক্ষে আবাহনী করেছিল ১৯৩ রান। লীগে ১২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে অবনমনের মুখে রয়েছে পারটেক্স। সমান ম্যাচে ওল্ড ডিওএইচএসের সংগ্রহ ৮ পয়েন্ট।
১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন ফাইট দিচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর