× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

লকডাউন মানছে না গোপালগঞ্জের মানুষ

বাংলারজমিন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২১, বুধবার

গোপালগঞ্জে আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হলেও বিধিনিষেধ মানছেন না অসহায়-দরিদ্র রিকশা, ভ্যানচালকসহ নিম্নবিত্তের মানুষ। তবে, অভ্যন্তরীণ ৫টি রুটসহ দূরপাল্লার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গতকাল ভোর থেকে লকডাউন চলাকালীন সময়ে প্রতিদিনের মতো সকালেই পেটের তাগিদে ঘর থেকে কাজে বের হয়েছেন অসহায়-দরিদ্র রিকশাচালক, ভ্যানচালকসহ নিম্নবিত্তের মানুষ। শহরের বড় বড় মার্কেটগুলো প্রকাশ্যে না খুললেও বিকল্প পথে দোকানপাট খুলে পণ্য সামগ্রী বিক্রি করছেন ব্যবসায়ীরা। ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান-অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে। হাতেগোনা দু’এক জায়গায় পুলিশের টহল দেখা গেলেও জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। গোপালগঞ্জ-ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের নানান গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অন্য দিনের মতো পুলিশের টহল দেখা গেছে। এর আগে গত ১৮ই জুন ভোর থেকে গোপালগঞ্জ জেলা সদরসহ ৩টি উপজেলার দুটি পৌরসভা ও দুটি ইউনিয়নে সপ্তাহব্যাপী লকডাউন পালিত হচ্ছে।
করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪৩ জন আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৯ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর