× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাগঞ্জে ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাংলারজমিন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
২৩ জুন ২০২১, বুধবার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি অফিসের নৈশপ্রহরী মো. জামিল (৪৫) এর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল ভুক্তভোগী আঃ খালেক মোল্লা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে ৮ একর ৫৫ শতাংশ ভোগ করছেন খালেক মোল্লা। কিন্তু ছৈলাবুনিয়া গ্রামের মৃত আঃ লতিফ মাস্টারের ছেলে ভূমি অফিসের নৈশপ্রহরী মো. জামিল (৪৫) কিছুদিন পূর্বে জোরপূর্বক জমিটি দখল করে নেন। এ ঘটনায় আঃ খালেক মোল্লা বাদী হয়ে সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই জমিতে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু প্রভাব
 খাটিয়ে আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১৯শে জুন জমিতে বালু ভরাট করে। এরপর ঘরবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
এ বিষয়ে অভিযুক্ত ভূমি অফিসের নৈশপ্রহরী মো. জামিল বলেন, আমি বাড়ি থাকি না, আর এ কাজ আমি করাইও না। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভূমি কমিশনার মোসা. তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর