× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কালভার্ট নয় যেন মরণ ফাঁদ

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২৩ জুন ২০২১, বুধবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালভার্ট ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার আশিদ্রোন ইউনিয়নের উত্তর টিকরিয়া গ্রামের পিচঢালা সড়কের মধ্যখানে এ কালভার্টটি ভেঙে পড়ে আছে কয়েকমাস ধরে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের জনসাধারণকে। সরজমিন দেখা যায়, এক বছর ধরে কালভার্টের ছাদের বেশকিছু অংশ ভেঙে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশটিতে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। এলাকাবাসী বলেন, এ পাকা রাস্তা ধরেই শিক্ষার্থীদের আশপাশের স্কুল-কলেজে আসতে হয়। হাটবাজারে কৃষিপণ্য আনা নেয়া হয়।
যাতায়াতের একমাত্র রাস্তায় কালভার্টটির ছাদের এক অংশ ভেঙে গেছে। ফলে অনেকটা ঝুঁকির মধ্যে এ পথে যান চলাচল করছে।যেকোনো সময় গর্তে হতাহতের আশঙ্কা রয়েছে। আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর) বলেন, কালভার্টটি সংস্কারের জন্য উপজেলা এলজিইডি অফিসে একটি প্রজেক্ট প্রপোজাল পাঠানো হয়েছে। দ্রুত কালভার্টটি সংস্কার করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর