× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আইপিএল না খেলে বাংলাদেশে আসবেন বাটলার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২১, বুধবার

বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বাকি অংশ। সে সময় বাংলাদেশ আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। দেশটির উইকেটরক্ষক জস বাটলার জানিয়েছেন, আইপিএল’র পরিবর্তে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান তিনি। সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘সাধারণত আইপিএল-এর সময় কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা থাকে না। ফলে প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশের নামি ক্রিকেটাররা অংশ নিতে পারে। কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম। আইপিএল’র দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটো আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেবো।’ এবার আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাটলার।
কিছুদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছিলেন, ইংল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকলেও অন্য কোথাও খেলতে পারবেন না। কারণ, গত কয়েকটা সিরিজে ইংল্যান্ড ‘রোটেশন পলিসি’- চালু করেছে। জৈব সুরক্ষা বলয়ের কারণে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে। এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘তিন ধরনের ক্রিকেটে আমাদের দল অনেক ম্যাচ খেলে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। সবার সমান সুযোগ পাওয়া উচিত। ইসিবি সেই কাজটাই করছে। এছাড়া করোনার জন্য এই ‘রোটেশন পলিসি’- নিতে বাধ্য হয়েছে আমাদের ক্রিকেট বোর্ড।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর