× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্ববাজারে আরও নতুন ফাইভ-জি প্রযুক্তি নিয়ে এলো হুয়াওয়ে

তথ্য প্রযুক্তি

স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২১, বুধবার

চলতি সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে সারা বিশ্বের জন্য বেশ কিছু নতুন ফাইভ-জি প্রযুক্তি ও পণ্য উন্মোচন করেছে হুয়াওয়ে । এগুলো ফাইভ-জি প্রযুক্তিকে আরও শক্তিশালী ও কার্যকরী করে তোলার ক্ষেত্রে সাহায্য করবে। এ খাতের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই পাঁচটি ডিভাইসে মাল্টি অ্যান্টেনা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে সকল ব্যান্ড ও সকল ক্ষেত্রেই ফাইভ-জি নেটওয়ার্ক কাজ করবে। পাশাপাশি ফাইভ-জি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং ক্যারিয়ার কোম্পানিগুলোকেও ফাইভ-জি নেটওয়ার্ক আরও সহজে ছড়িয়ে দিতে সাহায্য করবে। এগুলো অনেক সহজে পরিবহণযোগ্য এবং অল্পসংখ্যক জনবলের মাধ্যমে এর ইন্সটলেশন সম্ভব । সেই সাথে স্থাপনের খরচ অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম। হুয়াওয়ে ওয়্যারলেস প্রডাক্ট লাইন প্রেসিডেন্ট ইয়াং চাওবিন বলেন,এই প্রযুক্তি-পণ্যগুলো উন্মোচনের মাধ্যমে আমরা সকল ক্ষেত্র এবং ব্যান্ডে মাল্টি অ্যান্টেনা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি। এই প্রযুক্তি ব্যবহারে হুয়াওয়েই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই প্রযুক্তির মাধ্যমে অপারেটর কোম্পানিগুলো আরও কার্যকরীভাবে ফাইভ-জি সেবা প্রদান করতে সক্ষম হবে।
হুয়াওয়ে সারাবিশ্বে এই প্রযুক্তি ও ফাইভ-জি সেবা ছড়িয়ে দিতে সকল সহযোগী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর