× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অতিমারীর জেরে অনেক ভারতীয় বেচে দিচ্ছেন সোনার গয়না

ভারত

সেবন্তী ভট্টাচার্য্য
(২ বছর আগে) জুলাই ১২, ২০২১, সোমবার, ২:৪৩ অপরাহ্ন

অতিমহামারীর ফলে লক্ষ লক্ষ ভারতীয় দরিদ্র হয়ে পড়েছেন। অনেকে দেউলিয়া হয়ে গিয়েছেন। তাঁরা বাধ্য হয়ে বেচে দিচ্ছেন সোনা। আমাদের দেশে গ্রামাঞ্চলের মানুষই সোনা বেশি কেনেন। করোনার দ্বিতীয় ওয়েভ গ্রামীণ অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে। গ্রামে ব্যাঙ্কও বেশি নেই। ফলে অনেকে বাধ্য হয়ে সোনা বেচছেন।  ৫০ বছর বয়সী পল ফার্নান্ডেজ একসময় ক্রুজ লাইনারে চাকরি করতেন। করোনা অতিমারীর ফলে জাহাজ চলাচল বন্ধ।
তাই বেকার হয়ে পড়েছেন পল। গতবছর তিনি সোনা বন্ধক রেখে সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করেছিলেন। এবছর তাঁকে সোনার গয়না বেচতে হয়েছে। কারণ তিনি আর কোনও চাকরি পাননি। একটি ব্যবসা শুরু করবেন ভেবেছিলেন। সেই পরিকল্পনাও সফল হয়নি। গোয়ার বাসিন্দা পল ফার্নান্ডেজ বলেন, 'সোনা বন্ধক দিয়ে ঋণ নিলে আমাকে সুদ হিসাবে বিপুল অঙ্কের টাকা দিতে হবে। সেই তুলনায় সোনা বিক্রি করা ভাল। সেক্ষেত্রে ভবিষ্যতে টাকা শোধ করতে হয় না।' দক্ষিণ ভারতের মানুষ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সোনা কেনেন বেশি পরিমাণে। কোচির সিজিআর মেটালয়েস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জেমস জোস জানিয়েছেন, এবছর স্বর্ণকারদের কাছে ২৫ শতাংশ বেশি সোনা বিক্রি করেছেন সাধারণ মানুষ। তাঁর কথায়, 'লকডাউনের পরে সোনার দোকানে ভালই ভিড় দেখা গিয়েছে। একদল সোনা কিনেছেন। আর একদল সোনা বিক্রি করতে এসেছেন।' ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, গত কয়েক বছর ধরেই ভারতীয়রা সোনা কম কিনছেন। তা থেকে বোঝা যায়, দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। ২০২০ সালে সোনা বিক্রি হয়েছে দু'দশকের মধ্যে সবচেয়ে কম। লন্ডনের মেটালস ফোকাস লিমিটেডের কনসালট্যান্ট চিরাগ শেঠ বলেন, করোনার দ্বিতীয় ওয়েভে ভারতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বেশি।চিরাগ শেঠ অবশ্য মনে করেন, চলতি বছরে ২০২০ সালের তুলনায় সোনার চাহিদা বাড়তে পারে ৪০ শতাংশ। কারণ সোনার দাম কমেছে। তাছাড়া বিয়ের জন্যও অনেকে সোনা কিনবেন। তবে এর মধ্যে যদি তৃতীয় ঢেউ এসে পড়ে তবে কী  হবে তা ভেবে অনেকেই উদ্বিগ্ন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর