× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মোদি বললেন, কোভিডের তৃতীয় ঢেউ কবে আসবে চর্চা না করে প্রতিরোধের কথা ভাবুন

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) জুলাই ১৪, ২০২১, বুধবার, ১০:১০ পূর্বাহ্ন

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানালেন, করোনার তৃতীয় তরঙ্গ কবে দেশকে আঘাত করবে, তার চর্চা না করে কিভাবে তৃতীয় ঢেউকে প্রতিহত করা যায় অথবা না আসতে দেয়া যায় সেই চিন্তা ভাবনাই করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু মানুষ আবহাওয়া বার্তার মতোই তৃতীয় ঢেউকে ধরে নিয়ে কবে তা আসবে তাই নিয়ে চর্চা করতে ব্যস্ত। অথচ হিল স্টেশনগুলিতে পর্যটকের ভিড় হচ্ছে। মানুষ মুখে মাস্ক না লাগিয়ে যত্রতত্র বিচরণ করছে। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। প্রধানমন্ত্রী আক্ষেপ করেন, এ যেন করোনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তিনি বৃটেন, রাশিয়া, বাংলাদেশের উদাহরণ টেনে বলেন, এই দেশগুলি প্রমাণ, সামান্য শৈথিল্যের ফলে কি হতে পারে। আগামী সপ্তাহে মোদি আরও পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন।
সারা বিশ্বে কোভিড সংক্রমণ কিছুটা উর্ধ্বমুখী হলেও ভারতে তা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কিন্তু কয়েকটি রাজ্যে নতুন ভ্যারিয়েন্ট এর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সংক্রমণ বাড়ারও ইঙ্গিত মিলছে। ফলত, দেশকে সাবধান করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় ঢেউ এর সম্ভাব্য আক্রমণের কথা ভেবে অযথা শঙ্কিত না হয়ে এটা আটকানোর চেষ্টাই করা উচিত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর