× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন চমক, ডাইনোসর গেমে পরিবর্তন আনলো গুগল

তথ্য প্রযুক্তি

মানবজমিন ডিজিটাল
২৬ জুলাই ২০২১, সোমবার

কাজ করতে করতে হঠাৎ ইন্টারনেট চলে গেল।  স্বভাবতই  ব্যবহারকারী বিরক্ত হলেন। এই 'বিরক্তির' চিন্তা মাথায় রেখেই গুগল ক্রোম ব্রাউজারে অফলাইনে রাখা আছে ডাইনোসর গেম। ছোট আকারের হলেও গেমটি বেশ মজার এবং দ্রুতগতির।  
আর এই গেমকে ঘিরেই  নতুন টুইস্টের হদিস  পাওয়া গেল। গুগলের সিইও সুন্দর পিচাই সম্প্রতি একটি টুইট করেছেন।
মুহূর্তেই ভাইরাল হওয়া পোস্টটির ক্যাপশনে পিচাই লিখেছেন, ‌‘নেটে সার্ফিং দক্ষতা নিয়ে কাজ করতে হতে পারে।’
সে সঙ্গে খেলার যে ছবি তিনি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, পরিচিত সেই ডাইনোসর একটি গোলাপি সার্ফিং বোর্ডে সার্ফ করার চেষ্টা করছে।
পোস্টটিতে ১৩ হাজারের বেশি লাইক পড়েছে। কমেন্ট করে অনুভূতি প্রকাশ করেছেন অনেকেই।
তেমনই একজন লিখেছেন ‘এই প্রথম আমি কোনো ডাইনোসরকে সুরক্ষার জন্য হেলমেট নিয়ে ঘোড়ায় চড়তে দেখলাম।
বিষয়টি সত্যিই উপভোগ করেছি।’
আরেকজন লিখেছেন- বাহ বেশ মজার, ভালবাসি(গেমটিকে)।
তবে অনেকেই সেখানে লিখছেন- এই ডাইনোসরের সঙ্গে আরও নতুন কিছু গেম যুক্ত করার জন্য।
ডাইনোসর গেমটি মূলত যারা ইন্টারনেট সংযোগ হারান তাদের ব্যস্ত রাখার জন্য ডিজাইন করা । ব্রাউজারের এড্রেস বারে গিয়ে ‘chrome://dino’ টাইপ করে যেকোনো সময় গেমটি খেলা যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর