× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্যারিয়ার সেরা টাইমিং করে হিটে বাদ বাংলাদেশের দুই সাঁতারু

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩০ জুলাই ২০২১, শুক্রবার

টোকিও অলিম্পিকে সাঁতারের ছেলেদের ৫০ মিটার ফ্রি স্টাইলে অনুমিতভাবেই হিটে বাদ পড়েছেন বাংলাদেশের আরিফুল ইসলাম। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে চতুর্থ হিটের তিন নম্বর লেনে সাঁতারে নেমেছিলে কিশোরগঞ্জের এই যুবক। এই হিটে ২৪.৮১ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে আরিফুল হয়েছেন তৃতীয়। এটাই আরিফুলের ক্যারিয়ার সেরা টাইমিং। এই ইভেন্টে আরিফুলের সেরা টাইমিং ২৪.৯২ সেকেন্ড। কোরিয়াতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে করেছিলেন এই টাইমিং। সব মিলিয়ে ৭৩ জন সাঁতারুর মধ্যে আরিফুল হয়েছেন ৫১ তম।  

আরিফুলের পরেই মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে নেমেছিলেন জুনায়না আহমেদ।
জুনায়নাও নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন। ২৯.৭৮ সেকেন্ড সময়ে শেষ করেও হিটে পঞ্চম হয়েছেন জুনায়না। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৩০.৯৬ সেকেন্ড টাইমিং করেছিলেন জুনাইনা।  এবার অলিম্পিকে সেটিকে ছাড়িয়ে গেলেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর