× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিফলে এলেনের হ্যাটট্রিক, বৃটেনের বিদায়

খেলা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২১, শুক্রবার



অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেন বৃটিশ তারকা এলেন হোয়াইট। কিন্তু অপর শীর্ষ তারকা ক্যারোলিন উইয়ারের পেনাল্টি মিসে সুযোগ হাতছাড়া হয় গ্রেট বৃটেনের। আর স্যাম কারের জোড়া গোলে চমক দেখায় অস্ট্রেলিয়া। শুক্রবার টোকিও অলিম্পিকসের ঘটনাবহুল ম্যাচে গ্রেট বৃটেনের বিপক্ষে নাটকীয় জয় পায় অস্ট্রেলিয়ার মেয়েরা।

ম্যাচে ফেভারিট দেখাচ্ছিল গ্রেট বৃটেনকেই। তবে খেলা শেষের ১ মিনিট আগে স্যাম কারের গোলে ২-২ সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে স্যাম কার ও ইংলিশ ক্লাব চেলসির অস্ট্রেলিয়ান স্ট্রাইকার মেরি ফাওলার করেন লক্ষ্যভেদ। বৃটেনকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

৩৫তম মিনিটে কেনেডির গোলে এগিয় যায় অস্ট্রেলিয়া।
তবে ৫৭ ও ৬৬ মিনিটে জোড়া গোল নিয়ে বৃটিশদের স্বপ্নে ফেরান এলেন হোয়াইট। ৮৯তম মিনিটে কারের গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। অতিরিক্ত সময়ে বড় সুযোগটি আসে বৃটেনের। তবে তা নিতে ব্যর্থ হয় গ্রেট বৃটেন। ১০২তম মিনিটে পেনাল্ট মিস করেন বৃটিশ তারকা ক্যারোলিন উইয়ার। ১০৩ ও ১০৬তম মিনিটে ফাওলার ও কারের গোলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ১১৫তম মিনিটে বৃটেন এক গোল শোধ দিলেও ম্যাচ শেষে স্বপ্ন ভাঙে তাদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর