× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়- মায়ের পদবী ব্যবহার বৈধ, কেরালা হাইকোর্টের আদেশ- বিবাহিত পুরুষের স্ত্রীর অমতে মিলন ধর্ষণ গণ্য হবে

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) আগস্ট ৭, ২০২১, শনিবার, ১০:০৪ পূর্বাহ্ন

ভারতের দুই প্রান্তের দুই আদালতের রায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভারতীয় জনজীবনে। দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাল্লি রায় দিয়েছেন, সন্তানের মায়ের পদবী ব্যবহার করা সম্পূর্ণ বৈধ। এর জন্য সন্তানের কোনো অধিকার সংকুচিত হতে পারে না। এক তরুণী বিবাহ বিচ্ছিন্ন বাবা মায়ের মধ্যে মায়ের পদবী ব্যবহার করায় বাবা আদালতের দ্বারস্থ হয়। বিচারপতি রেখা পাল্লি যুগান্তকারী রায় দেন, সন্তানের ওপর বাবা মায়ের অধিকার যেমন আছে তেমনই সন্তানের অধিকার আছে কার পদবী সে ব্যবহার করবে তা ঠিক করার। যেহেতু সন্তান বাবা মায়ের মিলিত ফসল তাই সন্তানের অধিকার আছে যে কোনো পদবী ব্যবহার করার।

এদিকে কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি বিবাহ বিচ্ছেদ মামলার রায় দিতে গিয়ে জানিয়েছেন, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে কোনো স্বামী তার সঙ্গে উপগত হলে তা ধর্ষণ বলে বিবেচিত করতে হবে। স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও কেউ মিলনে লিপ্ত হলে তা ম্যারিটাল রেপ বলে গণ্য হবে। এই দুই বলিষ্ঠ রায়ে বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যেই।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর