কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কোভিডের ধাক্কা সামলাতে পারেনি ভারতীয় মিডিয়া, পরবর্তী অবস্থাতেও ধুঁকছে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২১-০৮-২০

গত দেড়বছর ধরে চলা কোভিড সংকটে বেশ কিছু শিল্প মুখ থুবড়ে পড়লেও কোভিড পরবর্তী অবস্থায় আবার অনেকগুলি সামলে নিয়েছে। কিন্তু, যে শিল্পটি একদমই মাথা তুলে দাঁড়াতে পারেনি তা হল মিডিয়া শিল্প। কোভিডে সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন, আউটডোর, বিজ্ঞাপনের দুনিয়া যে ভাবে ধাক্কা খেয়েছে তা আর তারা সামলাতে পারেনি। ভারতের অগ্রণী বিজ্ঞাপন সংস্থা পিচ ম্যাডিসন এর একটি সমীক্ষায় দেখানো হয়েছে কোভিড কালে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খবরের কাগজ, তারপরই পর্যায়ক্রমে রেডিও, টেলিভিশন এবং আউটডোর বিজ্ঞাপনের দুনিয়া। পিচ ম্যাডিসন এর সমীক্ষা অনুযায়ী মিডিয়া সেক্টরে শুধু এগিয়েছে ডিজিটাল মিডিয়া যার মধ্যে ওটিটি প্লাটফর্মও আছে। পিচ ম্যাডিসন এর হিসেব অনুযায়ী বিজ্ঞাপনদাতারা কোভিড কালে নিজেদের পণ্যের বিজ্ঞাপনের বাজেট অনেকটাই কমিয়েছিল। যার ফলে সংবাদ ও বিনোদন মাধ্যমে বিজ্ঞাপন কমেছিল। কোভিড কালে মানুষ যেহেতু বেশিরভাগ সময়ে গৃহবন্দি ছিল তাই তার কাছে সংবাদ ও বিনোদনের চাহিদা ছিল। কোভিড কালে দেশে নির্বাচন সহ কয়েকটি বড় ইভেন্ট হওয়াতে সাময়িকভাবে সংবাদমাধ্যম বিজ্ঞাপনের আনুকূল্য পেলেও বিশেষজ্ঞরা মনে করছেন কোভিড সম্পর্কিত নিরন্তর নেগেটিভ খবর প্রচার মানুষকে কিছুটা সংবাদবিমুখ করেছিল এবং মানুষ বিনোদনমুখী হয়েছিল। যদিও পিচ ম্যাডিসন জানাচ্ছে যে হাতে স্মার্ট ফোন থাকায় সংবাদ কিংবা বিনোদন দুয়ের জন্যেই মানুষ এখন ডিজিটাল মিডিয়ামুখী। ফলে, কোভিড এর কালে ব্যায় সংকোচে বহু সংবাদপত্র কর্মী, রেডিও কর্মী এবং টেলিভিশন কর্মী কাজ হারিয়েছেন। বহু প্রকাশনা, টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গেছে। বহুক্ষেত্রে বেতন কমেছে এই মাধ্যমের কর্মীদের। কোভিড এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই দেড়বছরে মিডিয়া ভোক্তারা অনেকটাই বদলে গেছেন। মুদ্রিত সংবাদপত্রের তথ্য তারা পেয়ে যাচ্ছেন ডিজিটালি। টেলিভিশন এর সংবাদ, বিনোদনও। স্বাভাবিকভাবেই সংকট তীব্র এই কোভিড পরবর্তী কালেও। বিজ্ঞাপনদাতারা ধীরে ধীরে ফিরছেন। কিন্তু কোথায়? সেটাই এখন বিলিয়ন ডলার এর প্রশ্ন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status