× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

কনটেইনার পরিবহনের হিসাবে ৯ ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৫ আগস্ট ২০২১, বুধবার

২০১৯ সালের কনটেইনার পরিবহনের হিসাবে ২০২০ সালে বিশ্বের ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৫৮তম। আর ২০২০ সালের হিসাবে সেটি চলতি বছরে ৯ ধাপ পিছিয়ে ৬৭তম স্থানে পৌঁছেছে। বন্দর এবং শিপিং বিষয়ক প্রাচীনতম জার্নাল লয়েড’স লিস্ট থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সোমবার রাতে জার্নালটি এই তালিকাটি প্রকাশ করে। এতে ২০২০ সালে সারা বিশ্বের বন্দরগুলোর ব্যস্ততা, অর্থাৎ কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে শীর্ষ ১০০টি বন্দরের তালিকা প্রকাশ করা হয়। যদিও এই তালিকায় বন্দরের সেবার মান হিসাব করা হয় না। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে ৬৩ কোটি ২০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে। এই সংখ্যা ২০১৯ এর তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কম। আর একই সময়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী গত বছর অর্থাৎ ২০২০ সালে চট্টগ্রাম বন্দর ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউএস কনটেইনার পরিচালনা করেছে।
তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ৩০ লাখ ৮৮ হাজার ১৮৭ টিইইউ কনটেইনার পরিচালনা করেছে। এনিয়ে ২০২০ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৫৮তম। আর ক্রমাবনতি ঘটে সেটি এই বছরের হিসাবে ৬৭তম হয়েছে। জানা যায়, ১০০টি বন্দরের এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর। এই তালিকায় মোট ২৫টি চীনা বন্দর স্থান পেয়েছে। তালিকায় থাকা ভারতের জওহরলাল নেহ্‌রু বন্দর ও মুন্ড্রা বন্দরও চট্টগ্রাম বন্দর থেকে এগিয়ে রয়েছে। যদিও পাকিস্তানের করাচি বন্দরের থেকে চট্টগ্রাম বন্দর ১৯ ধাপ এগিয়ে রয়েছে।
তবে এই বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ২০২০ সালের মার্চ থেকে পুরো বছর সবকিছু অনেকটা স্থবির ছিল। যে কারণে বৈশ্বিক বাণিজ্য কম ছিল। এখন সবকিছু স্বাভাবিক হওয়ায় কনটেইনার পরিবহন আবারও বেড়েছে। আশা করছি এই বছর আমরা এগিয়ে যাবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর