× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

৮ দফা দাবি জানিয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরা

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নের অধিকার ও সর্বস্তরের নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে স্বাক্ষরতা ক্ষমতা বাস্তবায়ন করা, উন্নয়ন বাজেটের শতকরা ২৫ শতাংশ নারী উন্নয়ন খাতে মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন করাসহ ৮ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও সুশাসনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যানরা অনেক উৎসাহ নিয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু বাস্তবতা হলো- উপজেলা উন্নয়নে আমা?দের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। তাই আমরা ৮ দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছি।  
দাবিগুলো হচ্ছে- মহিলা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে সব উন্নয়ন কার্যক্রমে মহিলা ভাইস চেয়ারম্যানদের সম্পৃক্ত করতে হবে; গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দিতে হবে; প্রান্তিক জনগণ ও প্রশাসন পর্যায়ে নারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে; প্রত্যেক উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানদের উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যের দায়িত্ব দিতে হবে; এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারী ক্ষমতায়নে অধিকার ও সর্বস্তরে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা; প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে স্বাক্ষরায়ন ক্ষমতা নিশ্চিত করতে হবে এবং ঘোষিত নারী উন্নয়ন ফোরামের ৩ শতাংশ বরাদ্দ মহিলা ভাইস চেয়ারম্যানদের কার্যকর করা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর