অনলাইন
র্যাব সদর দপ্তরে নিজের অস্ত্রের গুলিতে কনস্টেবল নিহত
স্টাফ রিপোর্টার
২০২১-০৯-১৩
রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে শুভ মল্ল (২৫) নামে এক র্যাব সদস্য নিজের অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে, আজ বেলা আড়াইটার দিকে শুভ মল্ল গুলিবিদ্ধ হন। অসাবধানতাবশত শুভ গুলিবিদ্ধ হয়েছেন, নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত শুভ মল্লকে নিয়ে আসা বিমানবন্দর থানার ওসি (তদন্ত) কাজী কায়কোবাদ জানান, আমরা ঘটনাস্থল থেকে এক র্যাব সদস্যর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করি। তার মৃত্যুর বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই কনস্টেবলের মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার জোয়ারগঞ্জ থানার জয়পুর পূর্ব জোয়ার এলাকায়। তার বাবার নাম কালু মল্ল। তার পুলিশ আইডি নাম্বার, ৯৫১৫১৯২৫০৯। সে র্যাব সদর দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।