× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ দলে আরও এক প্রবাসী ফুটবলার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

দলের শক্তি বাড়াতে সর্বাত্মক চেষ্টা করছেন বাংলাদেশ ফুটবল জাতীয় দলের কোচ জেমি ডে। দলে ভেড়াচ্ছেন একের পর প্রবাসী খেলোয়াড়। তারিক কাজী, রাহবার ওয়াহেদ খান সেরহান কিংবা নায়েব মোহাম্মদ তাহমিদ ইসলাম- সবাই ইংলিশ কোচেরই আবিষ্কার। এবার আরও এক প্রবাসী ফুটবলারকে দলে ভেড়ালেন ডে। ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভুত ইউসুফ জুলকারনাইনকে রেখেছেন সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে।
জুলকারনাইন ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসির অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড়। ১৮ বছর বয়সী এই তরুণ প্রতিভাকে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাকে সাফের জন্য মালদ্বীপের সরকারী অনুমতি পাওয়ার চেষ্টা করছে বাফুফে।
জাতীয় ক্রীড়া পরিষদের সূত্রের খবর, ইতিমধ্যে বাফুফে জুলকারনাইনকে খেলার অনুমতি দিতে আবেদনও করেছে।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের ৩৫ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে। নাইজেরিয়া বংশোদ্ভুত এই ফরোয়ার্ডকে খেলাতে ফিফার কাছে আবেদনপত্র জমা দিয়েছে বাফুফে। এএফসির সঙ্গেও রাখা হচ্ছে নিয়মিত যোগাযোগ।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিনজন প্রবাসী ফুটবলার খেলেছেন। বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া তো আছেনই। এরপর তারিক কাজী খেলেছেন লাল-সবুজ জার্সিতে। সর্বশেষ কিরগিজস্তানে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী সেরহানের। তবে পুরোপুরি  ফিট না হওয়ায় ত্রি-দেশীয় সিরিজে অভিষেক হয়নি ফ্রান্স প্রবাসী তাহমিদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর