× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অতীত ভুলে সামনে তাকিয়ে তাসকিন

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

২০১৬ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাসকিন আহমেদের জন্য দুঃস্বপ্ন হয়ে আসে। বল হাতে উড়ন্ত ফর্মে থাকা এই পেসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে অবৈধ বোলিং অ্যাকশনের। আইসিসি তাকে নিষিদ্ধ করলে ছিটকে পড়ে আসর থেকে। ৫ বছর পর আবারো আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। মাঝের সময়টাতে তিনি  পেরিয়েছেন নানা চড়াই-উতরাই। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইনজুরিতে ছিটকে পড়েন তাসকিন। এ ছাড়াও  বাজে পারফরম্যান্সে দলের বাইরে থাকতে হয় লম্বা সময়। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন।
এবার আসন্ন (অক্টোবর-নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন তিনি। তাই অতীত ভুলে সামনে তাকাতে চান তাসকিন। বিশ্বকাপে যাওয়ার আগে গতকাল ওমরাহ করতে সৌদী আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন  তাসকিন আহমেদ । তার আগে সংবামমাধ্যমকে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে দুটি (২০১৬ ও ২০১৯ বিশ্বকাপ) স্মৃতিই আলাদা।  সেগুলো অতীত, বর্তমানেই নজর দিতে চাই আমি। আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আর আমি ভালো করতে পারি।’
বিশ্বকাপ দলে জায়গা পেয়ে দারুণ খুশি তাসকিন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি। আমি খুব এক্সাইটেড যে খেলতে পারবো ইন শা আল্লাহ, আল্লাহ যদি নেয়। যদিও কন্ডিশনের কারণে লাস্ট দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারিনি কিন্তু শেষ একটা ম্যাচ খেলা হয়েছে। প্রস্তুতি অনুযায়ী কোচ ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রস্তুতির জন্য ওখানে গিয়েও আমরা বেশ কিছু সময় পাবো। আমার বিশ্বাস আমরা ভালো কিছু করতে পারবো, করা সম্ভব আমাদের দলের।’ বাংলাদেশ দল ওমান যাচ্ছে আগামী ৩রা অক্টোবর। দু’দিন কোয়ারেন্টিন শেষে প্রস্ততির জন্য দল নেমে পড়বে মাঠে। নিজেদের মানিয়ে নিতে সময়টাও পাচ্ছে প্রায় ১০ দিন। তাই প্রস্তুতির সুযোগ নিয়ে সন্তুষ্ট তাসকিন। তিনি বলেন, ’আসলে প্রস্তুতির জন্য আমরা ১০ দিন পাচ্ছি এবং কিছু প্র্যাকটিস ম্যাচও পাবো, হয়তো  তিনটির মতো। টি-টোয়েন্টি খেলাটাই...আমাদের যেরকম কন্ডিশনই হোক সেরকম পরিকল্পনামাফিক প্রয়োগ করতে হবে। যখন কাটার কম ধরে তখন ইয়র্কার বা লেংথ বলের প্রয়োগটা অনেক গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আইসিসি ইভেন্ট, মাথায় থাকবে ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেট হবে। চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য তবে একই সময়ে প্রয়োগটা ভালোভাবে করতে পারলে ভালো করার সুযোগও থাকবে।’
বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে ওমানে বাছাইপর্ব দিয়ে। প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। সেখান থেকে উৎড়ে গেলে খেলা হবে আরব আমিরাতে বিশ্বকাপের মূল পর্বে। তাসকিন মুৃখিয়ে আছেন ওমানে দারুণ শুরুর আশায়। তিনি বলেন, ’আমি খুবই এক্সাইটেড, কারণ ওমানে এর আগে আমার কখনো খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। ইন শা আল্লাহ আমার জন্য ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন হবে যদি সুযোগ হয়। আমি এক্সাইটেড, একই সময়ে আমি চাই ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতানোর।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর