× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আমাকে খেলানোর দায়িত্ব বাফুফের’

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

সাফে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এলিটা কিংসলে। এমন খবরের পরের দিনেই ক্লাব ফুটবলে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন নাইজেরিয়ায় জন্ম নেয়া এই স্ট্রাইকার। মঙ্গলবার লীগের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন বসুন্ধরা কিংসের কিংসলে। এখন অপেক্ষায় লাল সবুজ জার্সি রাঙ্গানোর। এজন্য বাফুফেকে উদ্যেগী হওয়ার আবেদন জানান কিংসলে। গতকাল এলিটা কিংসলে বলেন, ‘আমি গণমাধ্যমের খবরে জানতে পেরেছি আমাকে প্রাথমিক দলে রাখা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আমাকে কোচ কিংবা বাফুফে কিছু জানায়নি। তাই জাতীয় দল নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।
যদি আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয় তাহলে আমি বলতে পারবো।’ তবে সুযোগ পেলে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে চান কিংসলে। তিনি বলেন, ‘আমি যখন যেখানে সুযোগ পেয়েছি শতভাগ উজাড় করে খেলেছি। নিজের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। এসব দেখে আমাকে যদি ঠিক মনে হয় তাহলে ডাকবে। আর যদি পছন্দ না হয় তাহলে বেস্ট যারা আছে তাকে নিবে। জাতীয় দলে পারফর্ম করার জন্য সেরা পারফরমারকে দরকার। জাতীয় দলের জার্সিতে নিজেকে দেখেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে আমার পাসপোর্ট আছে। আমি শুধু এইটুকু জানি। এখন বাকি কাজ বাফুফের। আমি পুরোপুরি প্রস্তুত জাতীয় দলে নিজের সেরাটা দেয়ার জন্য। যখন ডাক পাবো সেরাটাই দেবো। ফিফা, এএফসি জটিলতার কারণে এএফসি কাপে বসুন্ধরার হয়ে খেলতে পারেননি কিংসলে। এটাকে হতাশাজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এএফসি’র নিয়মের কারণে আমি খেলতে পারিনি। ফিফা অনুমতি দেয়নি। এই অনুমতি কবে মিলবে কবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো আমি জানি না। সব বাফুফে বুঝবে।’ ফিটনেট নিয়ে জেমি ডের করা মন্তব্যের জবাবে কিংসলে বলেন, আমি ক্লাবের সঙ্গে কাজ করছি। জাতীয় দলের সঙ্গে না। ক্লাবের কোচকে জিজ্ঞেস করুন আমার ফিটনেস ঠিক আছে কী না। যদি ফিট না হতাম তাহলে লীগের ম্যাচ খেলতে পারতাম না। আরও অনেক প্লেয়ার আছে যারা খেলতে পারছে না কারণ, তারা ফিট নয়। আমি জানি না আসলে ফিটনেস বলতে কী বোঝায়। আমি এটুকু বলতে পারি কোনো দলই নাই যেখানে আমি ফিট হবো না। শুধু আমাকে আমার পজিশন দাও আমি সেরাটা দেবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর