অনলাইন
ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
২০২১-০৯-১৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনা শনাক্ত হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বৃহম্পতিবার সকাল ৮টার মধ্যে ৪ জন মারা গেছেন। তারা হলেন- ময়মনসিংহ ভালুকার বাসিন্দা আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইল ধনবাড়ির গোলাম মোস্তফা (৬০)। এসময় করোনা উপসর্গ নিয়ে মারা যান ২জন। তারা হলেন- ময়মনসিংহ সদরের নজিরন নেসা (৭০) এবং নেত্রকোনা পূর্বধলার জোবেদা (৯০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৬৯ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৩ জন। ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১০৪ জন। এর মধ্যে ৬ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বৃহম্পতিবার সকাল ৮টার মধ্যে ৪ জন মারা গেছেন। তারা হলেন- ময়মনসিংহ ভালুকার বাসিন্দা আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইল ধনবাড়ির গোলাম মোস্তফা (৬০)। এসময় করোনা উপসর্গ নিয়ে মারা যান ২জন। তারা হলেন- ময়মনসিংহ সদরের নজিরন নেসা (৭০) এবং নেত্রকোনা পূর্বধলার জোবেদা (৯০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৬৯ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৩ জন। ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১০৪ জন। এর মধ্যে ৬ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।