× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পেছনে তাকাতে চান না আল আমিন

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার

টি-টোয়েন্টির স্লগ ওভারে সেরা বোলার আল আমিন হোসেন। জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচে ৪৩ উইকেটের মালিক এই পেসার অবশ্য নিয়মিত হতে পারেননি। কখনো ফর্ম হারিয়ে আবার কখনো ব্যক্তিগত জীবনে বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন। ২০১৬  তে টাইগার টি-টোয়েন্টি শিবির থেকে জায়গা হারান। তিন বছর পর ফিরে আসেন ২০১৯ এ। তিন ম্যাচ থেলে আবার বাদ পড়েন। সব শেষ ২০২০ এ খেলে আরো তিন ম্যাচ। এরপর আর দলে ফিরতে পারেননি।
কারণটা ইনজুরি। তবে এবার মাঠে ফিরেছেন, বোলিং অনুশীলনও করছেন। প্রস্তত হচ্ছেন জাতীয় দলে ফিরতে। আগামী মাসে জাতীয় ক্রিকেট লীগ শুরু হচ্ছে সেই আসরকেই তিনি বেছে নিয়েছেন আবারো মাঠে ফেরার। তিনি মনে করেন পেছনে তাকিয়ে কোনো লাভ নেই। এবার সব ভুলে সামনে এগিয়ে যাওয়ার পালা। আল আমিন বলেন, ‘অতীত অবশ্যই পোড়ায় কারণ একটা প্লেয়ার ন্যাশনাল টিমে একসময় ডমিনেট করে খেলেছে, বিশেষ করে টি-টোয়েন্টি হলেই ফার্স্ট অপশন ছিলাম। সেক্ষেত্রে এখন যেকোনো কারণে টিমের সঙ্গে নেই, তো চেষ্টা করছি কী বলা হত বা কী হত ঐগুলো চিন্তা না করে সামনে কীভাবে এগিয়ে নেয়া যায় নিজেকে।’ এছাড়াও নিজেকে ফিট রাখার প্রতি তার সকল মনোযোগ। তিনি বলেন, ’নিজেকে আরো সুপার ফিট করে বিশেষ করে টি-টোয়েন্টি বোলিং নিয়ে ইয়র্কার, স্লোয়ার, স্লোয়ার বাউন্সার যেগুলো দিয়ে ব্যাটসম্যানকে বিপদে ফেলা যায় সেই জিনিসগুলো নিয়েই বেশি কাজ করছি। এখন মেইন টার্গেট যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম আমাদের সামনে ন্যাশনাল লীগ আছে, ফিটনেস টেস্ট আছে। ফিটনেসটা আরো ভালো করে কীভাবে ন্যাশনাল লীগ দিয়ে কামব্যাক করা যায় সেটাই চেষ্টা করছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর