বাংলারজমিন

৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেমুসাস সিলেট তথা বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২১-০৯-১৮

‘কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট তথা বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতিষ্ঠান। বিশেষ করে এ অঞ্চলের সাহিত্য সংস্কৃতির বিকাশে একটি প্রগতিশীল প্রতিষ্ঠান হিসেবে সাহিত্য সংসদ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এজন্য আমরা যেমন আমাদের পূর্বসূরীদের কাছে ঋণী, তেমনি তাদের ঐতিহ্যের ধারাকে এগিয়ে নিতে আমাদের নতুন প্রজন্মকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সাহিত্য সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক ও মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্য সংসদের মুখপত্র আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল। সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সহ-সভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদ, সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাংবাদিক আফতাব চৌধুরী, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, জামিল আহমদ চৌধুরী, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, জগলু চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট আবদুস সাদেক লিপন, ডা. আবদুল জলিল চৌধুরী, এডভোকেট আবদুল মুকিত অপি, মাহফুজ আহমদ চৌধুরী, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, ইসমত হানিফা চৌধুরী, ড. তুতিউর রহমান, বদরুদ্দোজা বদর, বাসিত ইবনে হাবীব, হোসনে আরা কলি, মাহবুব মোহাম্মদ, মোয়াজ আফসার, সুফিয়া জমির ডেইজী, সরওয়ার ফারুকী, শামসীর হারুনুর রশীদ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফয়জুল হক এবং সংগীত পরিবেশন করেন সাইয়িদ শাহীন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাহিত্য সংসদ ৪৭ সনেই বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন গড়ে তুলেছিল। বিশেষ করে দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, প্রাতিষ্ঠানিক নজরুল চর্চা, লেখক-পাঠক-সাহিত্যানুরাগী সৃষ্টিতে সাহিত্য সংসদ ভূমিকা পালন করেছিল বলেই আমরা আজ একটি সমৃদ্ধ গৌরবের উত্তরাধিকার বহন করছি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status