বাংলারজমিন

শাহরাস্তিতে দুর্বৃত্তের হামলায় গৃহবধূ নিহত

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

২০২১-০৯-১৮

চাঁদপুরের শাহরাস্তিতে দুর্বৃত্তের হামলায় এক গৃহবধূ খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির আহমদনগর ছোটপোদ্দার বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে এ হত্যাকাণ্ডের শিকার হন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে কুমিল্লার চাকরিজীবী হৃদয় চৌধুরীর স্ত্রী নওরোজ আফরীন প্রিয়া (২১) শাহরাস্তিতে তার পিতার বাড়িতে অবস্থান করছিলেন। প্রিয়ার মা রুমি বেগম বলেন, তিনি ওই সন্ধ্যায়  প্রিয়ার একমাত্র মেয়ে অহনা (২) এর জন্য ওষুধ আনতে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের নিকট যান। ওই সুযোগে কে বা কারা প্রিয়াকে ঘরে একা পেয়ে কুপিয়ে জখম করে। পরে রাত ৮টায় তিনি বাসায় ফিরে মেয়ে প্রিয়াকে রক্তাক্ত অবস্থায় খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রিয়ার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া-শাহরাস্তি সার্কেল) মো. আবুল কালাম, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান, খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোর্শেদুল আলম ভূঁইয়া (ডিএসবির) মো. আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, গৃহবধূকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status