অনলাইন
ঢাকায় পৌঁছালো সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা
অনলাইন ডেস্ক
২০২১-০৯-১৮
চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনা টিকার একটি চালান ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদসহ অন্যান্য কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। টিকা বুঝে নেয়ার পর তা সংরক্ষণের জন্য টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে পাঠানো হয়। আজ সকালে ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেন। এ পর্যন্ত চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।