× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

বাংলারজমিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগতির অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় বারিয়ারহাট পৌরসদরের উত্তরে খান সিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আরিফুল ইসলাম অপু (২৫) ও একই উপজেলার উত্তর মনদিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম (২৬) নিহত হন। জানা গেছে, মোটরসাইকেলে করে তারা দুইজন ফেনী থেকে মিরসরাই আসছিলেন। তাদের মধ্যে আরিফুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মো. সাইফুল ইসলামকে স্থানীয় কমপোট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে সেখানে তিনি মারা যান। এ বিষয়ে  জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় মহাসড়কের খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী অংশে দ্রুতগতির অজ্ঞাত কাভার্ডভ্যান সুজুকি ঝিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেলকে (চট্ট-মেট্রো-ল-১৩-৩৫৪১) ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে আরিফুল ইসলাম ও চমেক হাসপাতালে নেয়ার পথে মো. সাইফুল ইসলাম মারা যান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
আরিফুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাইফুল ইসলামের লাশ চমেক থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর