বাংলারজমিন

ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২০২১-০৯-১৯

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার আখতারুজ্জামান ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোহাম্মদ জনি আক্তার (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ৩টার দিকে ফ্লাইওভারের জিইসি থেকে লালখান বাজার পথের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ বিন আব্দুল্লাহ বলেন, ধারণা করছি বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার স্ত্রী ও পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status