বাংলারজমিন

বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে:

২০২১-০৯-১৯

বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ জন কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে। তারা সকলেই বাকেরগঞ্জের জে এস ইউ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস এবং রাব্বি। নিহত কিশোরদের বন্ধু রাকিব ও প্রত্যক্ষদর্শী যুবক ইমন জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ৬টি মোটরসাইকেলে তারা ১৮ জন বন্ধু শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে ঘুরতে বেরিয়েছিল। সেতুতে ওঠার সময় রাতুল-রোহান পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে যায় মোটরসাইকেলটি। বিপরীত দিক থেকে আরও একটি বাস আসায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় সেতুতে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা ৩ কিশোর। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহাতাব হোসেন সিয়াম ও চয়নকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসা চলাকালে রাত ৯টার দিকে মারা যায় রাব্বি। তিনি জানান, দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পলাতক রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status