বাংলারজমিন
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী ও কন্যা আহত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৯-১৯
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোশারফ হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও কন্যা।
নিহত মোশারফ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলা মুলজান এলাকার গুলিটয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে ওই সড়কের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নিয়ামত ওরফে নেপাল শেখের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোশারফ হোসেন স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৯-৪৮৭৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোশারফের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী ও কন্যা। আহতদ্বয়কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী প্রাইভেটকার চালক শাহীন পলানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সস্পন্ন করেছে। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত মোশারফ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলা মুলজান এলাকার গুলিটয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে ওই সড়কের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নিয়ামত ওরফে নেপাল শেখের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোশারফ হোসেন স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৯-৪৮৭৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোশারফের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী ও কন্যা। আহতদ্বয়কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী প্রাইভেটকার চালক শাহীন পলানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সস্পন্ন করেছে। সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।