× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রোনালদো ম্যানচেস্টারে ফেরায় নাখোশ কাভানি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসায় মন খারাপ এডিনসন কাভানির। রোনালদো ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ায় কোচ ওলে গানার সুলশারের কাছে কদর কমেছে উরুগুইয়ান স্ট্রাইকারের। সাবেক ইউনাইটেড তারকা দিমিতার বার্বাতোভ জানিয়েছেন, কাভানি ব্যাপারটিতে একদমই খুশি নন।
‘টুটোস্পোর্ট’কে বার্বাতোভ বলেন, ‘কাভানি নাখোশ। ইউনাইটেডে তার প্রথম মৌসুমটা দারুণ ছিল। কিন্তু সে তার জায়গা হারিয়েছে, সঙ্গে ৭ নম্বর জার্সিও। আমার আশা, সুলশারের তার সঙ্গে আন্তরিক একটা আলোচনা হয়েছে।’
বুলগেরিয়ান সাবেক ফুটবল তারকা যোগ করেন, ‘কোচের কাজ হলো দল বাছাই করা। যখন তিনি কাউকে বাদ দিয়ে দেন, সেই খেলোয়াড়ের জন্য সেটা দুর্দশার।’
বার্বাতোভের ধারণা, রোনালদোকে ইউনাইটেডে আনা হয়েছে কেবল ভক্তদের খুশি করার জন্য। উপকারের চাইতে এতে সমস্যাই বেশি বেড়েছে, মনে করেন সাবেক এই ফুটবলার।
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে এবার নিজের শুরুর দুই ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো।
প্রিমিয়ার লীগে নিউক্যাসলের বিপক্ষে ম্যানইউর জয়ে জোড়া গোল করেন পর্তুগিজ সুপার স্টার। আর উয়েফা চাম্পিয়ন্স লীগে সুইস দল ওল্ড বয়েজের বিপক্ষে রোনালদোর গোলে এগিয়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হার দেখে রেড ডেভিলরা।
বার্বাতোভ বলেন, দুই ম্যাচে তিন গোল। ম্যানইউ দলে তার দ্রুত প্রভাব দেখে আমি অবাক নই। মৌসুম যত গড়াবে তার নৈপুণ্য আরো ক্ষুরধার হবে। তার অন্তর্ভূক্তিতে দলের গোলস্কোরিং সক্ষমতা বেড়েছে সন্দেহ নেই। সমর্থকরা তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে আর সেও তার প্রতিদান দিয়েছে। তবে দেখার বিষয় কোচ সুলশার দলের বাকি খেলোয়াড়দের কীভাবে খুশি রাখেন। তাকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে কাভানি ও অ্যান্থনি মার্শিয়ালকে ব্যবহার করবেন। দক্ষ খেলোয়াড়ে সমৃদ্ধ একটি দলকে চালানো অনেক সময় কঠিন হয়ে যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর