× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে -ববি

বিনোদন

মাজহারুল তামিম
১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার

দীর্ঘদিনের বিরতির পর শুটিং সেটে ফিরেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শুটিং শুরু করেছেন তিনি। এতোদিন পর শুটিংয়ে ফিরে কেমন লাগছে? ববি বলেন, অনেক তো সময় নিয়েছি। আর কত অপেক্ষা করবো। কাজ শুরু করে দিলাম। কাজে ফিরে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। ভীষণ ভালো লাগছে। আব্বা মারা যাওয়ার পর আমি একাকিত্বে ভুগছিলাম।
বাবা জীবনের সব ছিল। একাকিত্ব দূর করার একটা ব্যাপার ছিল। সবমিলিয়ে তাই ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করে দিলাম। বিউটি সোপের বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম। খুব সুন্দর একটা কাজ হয়েছে। এরপরের কাজ কী? এ নায়িকা বলেন, দেশের বাইরে একটা অনুষ্ঠান আছে। সেটার পরপরই রশিদ পলাশ পরিচালিত 'ময়ূরপঙ্খী' নামের একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবো ইনশাআল্লাহ। এই ওয়েব সিরিজে আপনার চরিত্র কেমন?বিপরীতে কে কাজ করছেন? ববি বলেন, আসলে এই মূহুর্তে বাকি তথ্য আমি জানাতে পারছি না। পরিচালকের কাছ থেকে শুনলেই ভালো হবে। সামনের পরিকল্পনা কী? কীভাবে এগোতে চান? ববি বলেন, আসলে করোনার কারণে অনেক পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। আমি বিশ্বাস করি সিনেমা মানে সিনেমা হল। এই মূহুর্তে ওটিটি জনপ্রিয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবে। এটা ইতিবাচকভাবে নিচ্ছি। কিন্তু প্রপার সিনেমা কিন্তু সিনেমা হলের জন্যই। হলে গিয়ে সিনেমা দেখার যে মজা সেটা তো আর বাসার ড্রয়িং রুমে বসে পাওয়া যায় না। তাই হল টার্গেট করে নির্মিত সিনেমায় প্রথম প্রাধান্য থাকবে। পাশাপাশি বেছে বেছে মানসম্মত কিছু ওটিটির কাজ করবো। 'খোঁজ- দ্য সার্চ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন ববি। বাংলাদেশের প্রথম সুপারহিরো 'বিজলি' সিনেমার প্রযোজক ও নায়িকা তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'নোলক', 'হিরো দ্য সুপারস্টার' ও 'দেহরক্ষী'।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর