অনলাইন

হাতিয়ায় নির্বাচনী সহিংসতা

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাতের কব্জি কর্তন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২০২১-০৯-২০

হাতিয়ায় নির্বাচনী সহিংসতা আহত ১৫ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাতের কব্জি কর্তনের অভিযোগ উঠেছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। এর মধ্যে জহির উদ্দিন বাবর (৪৫) নামে একজনের হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আব্দুর রহমান (৪০) নামে আরো একজনকে মাথায় কুপিয়ে যখম করা হয়েছে। রোববার রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যার পর নোয়াখালী হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ইব্রাহিম মার্কেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেনÑ বুড়িরচর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (৪০), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর (৪৫), হেজু মেস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন (৩৮), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬), মো: ইউছুফের ছেলে আমির হামজা (৩৬)। এদের সবার বাড়ী বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের সমর্থক বলে জানায় স্থানীয়রা।

স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম জানান, রোববার বিকালে সাগরিয়া বাজারে তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল। ৮নং ওয়ার্ডে থেকে লোকজন সাগরিয়া বাজার আসার পথে ইব্রাহীম মার্কেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা করে। এতে ঘটনাস্থলে ১৫ জন আহত হয়। পরে উপজেলা হাসপাতালে নেয়ার পর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। এর মধ্যে বাবর নামে একজনের হাতের কব্জি কেটে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

পরে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুড়িরচর ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন জিয়া আলী মোবারক কল্লোল। প্রতিপক্ষ হিসাবে মাঠে অবস্থান করছেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মাস্টার সহ অনেকে স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে নির্বাচন করছেন। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status