× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মদনে হাওর সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার

বাংলারজমিন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র উদ্যোগে ‘হাওর সুরক্ষায় করণীয়’- শীর্ষক এক সেমিনার আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ সাকুয়া, নেত্রকোনার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদালয়ের সেমিনার কক্ষে হাওর পাড়ের নারী-পুরুষদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আনোয়ারা জেবুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দন চন্দ্র, আব্দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক দিলওয়ার খান সহ শিক্ষাবিদ, সাংবাদিক, হাওর পাড়ের প্রতিনিধি প্রমুখ। বক্তারা হাওর সুরক্ষায়, হাওর-বান্ধব বৃক্ষরোপণ, পাখিদের অভয়াশ্র্রম নিশ্চিতকরণ, জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকার সহ এলাকাবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর