বাংলারজমিন

মেঘনায় দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি

২০২১-০৯-২১

কুমিল্লার মেঘনায় ‘মেঘনা ইলেকট্রনিক্স’ নামে এক দোকানে চুরির ঘটনায় ইয়াসিন (২২) নামে এক যুবককে  গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। চোরাইকৃত মোবাইল ব্যবহার, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওসি তদন্ত মেঘনার জাকির হোসেনের নেতৃত্বে এসআই আহমেদ  মোরশেদ টিম মেঘনার ফোর্সসহ রোববার রাতে ভাওরখোলা ইউনিয়নের চেংঙ্গাকান্দি গ্রামের আমান উল্লাহ’র পুত্র ইয়াসিন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় ১২টি মোবাইল, একটি হেডফোন, এক লাখ ৮৮ হাজার টাকা সমমূল্যের মালামাল। তদন্ত ওসি জাকির হোসেনের সঙ্গে কথা বললে জানান, আমরা তার দেয়া তথ্যমতে ১২টি  মোবাইল ও একটি হেডফোন উদ্ধার করেছি। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে। তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। উল্লেখ্য, ৩১শে আগস্ট মেঘনা ইলেকট্রনিক্সের জানালার গ্রিল কেটে ৬ লাখ ৪৩ হাজার ১০০ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় মেঘনা ইলেকট্রনিক্স দোকানের মালিক নিজামুল হক রাসেল অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status