× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দাউদকান্দিতে ২৬ ঘণ্টা পর ডুবে যাওয়া পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার

বাংলারজমিন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

দাউদকান্দি উপজেলার গৌরীপুরে নিষ্কাশনের পানি পরিষ্কার করতে গিয়ে রোববার হারিয়ে যাওয়া পরিচ্ছন্নতাকর্মী হেলাল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার গৌরীপুর বাজারে পানি নিষ্কাশন করতে গিয়ে পুকুরে নেমে নিখোঁজ হন তিনি। ২৬ ঘণ্টা পর  সোমবার দুপুর আড়াইটায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত হেলাল মিয়া গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের ধনু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে অতিবৃষ্টির কারণে গৌরীপুর বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পুকুর পাড়ের বসতঘরসহ আশপাশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পুকুরের পশ্চিম পাড়ের বাড়ির মালিক সেন্টু সাহা জলাবদ্ধতা নিরসনের জন্য ফোন করে পরিচ্ছন্নতাকর্মী হেলালকে ডেকে নেন। পুকুরের দক্ষিণ-পূর্ব কোণে খালের সঙ্গে সংযোগ পাইপের মুখটি পরিষ্কার করতে হেলাল মিয়া পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি। রোববারও তার খোঁজ মেলেনি।
অবশেষে সোমবার আড়াইটার সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়। এদিকে পরিচ্ছন্নতাকর্মী হেলাল নিখোঁজ হওয়ার পর থেকে তাকে ডেকে আনা বাড়ির মালিক সেন্টু সাহাও পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান। নিহত হেলালের স্ত্রী মাহমুদা বেগম জানান, আমার স্বামী বাজার পরিষ্কারের কাজ করতেন। রোববার সকালে ফোন পেয়ে আমার স্বামী ঘর থেকে বের হয়ে এসে এখন লাশ হলো। ছোট ছোট চার ছেলেমেয়ে নিয়ে আমি এখন কি করবো- বলেই মূর্ছা যান তিনি। গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশের একাধিক সদস্য উদ্ধার তৎপরতা চালিয়েছে। হেলালের মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর