অনলাইন

বাসাবোতে ভবন থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০২১-০৯-২১

রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবো এলাকায় নাভানা টাওয়ারে পঞ্চম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে শওকত হোসেন ফকির (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী তৌফিক হোসেন জানান, মধ্য বাসাবো এলাকায় নাভানা টাওয়ার এর নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আশেপাশের লোকজন মুখে জানতে পারি নিহত ব্যক্তি নাভানা টাওয়ারের এর পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচ পড়েন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজবাগ বাসাবো এলাকার নাভানা টাওয়ারের পাঁচতলা থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, পথচারীর মুখে জানতে পারি নিহত ব্যক্তি নাভানা টাওয়ারের এর পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। তবে কি কারণে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status