× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

এক চেয়ারম্যানের ওপর আরেক চেয়ারম্যানের হামলা

বাংলারজমিন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার

চট্টগ্রামের হাটহাজারীতে গুমান মর্দ্দন ইউপি চেয়ারম্যান কর্তৃক ছিপাতলী ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ ঊঠেছে। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলা চত্বরে এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানান ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহাসান লাভু। তিনি বলেন, আজকে উপজেলায় শুদ্ধাচার মিটিং ছিল। মিটিংয়ে সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে মুজিবুর রহমান আমার উপর হামলা করে কিল- ঘুষি, চড়-থাপ্পড় মারেন। কেন এই ঘটনাটি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভাই বর্তমানে তাদের ক্ষমতা আছে, তারা পারবে। ক্ষমতার প্রভাব খাটিয়ে হামলা করেছে আর কি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবগত করেছি।
সত্যতা জানতে চাইলে মুজিবুর রহমান ঘটনা অস্বীকার করে বলেন, ঐ রকম কিছু আমাদের মধ্যে হয়নি। এমনিতে প্রকল্প নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ঈদগাঁ স্কুল নিয়ে কথা হয়েছে। এর বাইরে আর কিছু না। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। গুমান মর্দ্দন ইউপি চেয়ারম্যান নিজের ভুল বুঝতে পেরে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা এটা মিটমাট করে দিয়েছি। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম বলেন, ঐ রকম বড় ধরনের কোনো ঘটনা ঘটতে দেয়া হয়নি। আমি ঘটনাটি শুনে দুজনকে আমার অফিসে এনে মিটমাট করে দিয়েছি। আশা করি তাদের মধ্যে আর কোনো ধরনের ভুল বোঝাবুঝি হবে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর